বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৯

বছরের শেষ সূর্যগ্রহণ আজ


আজ দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যকে এই অবস্থায় দেখা যাবে তিন মিনিট ৪০ সেকেন্ড।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় গ্রহণটি শুরু হয়েছে। ১৭২ বছর আগে এ ধরনের সূর্যগ্রহণ শেষবারের মত দেখা গিয়েছিলো।

এবার মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। 

কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় সকাল ৯টা ৩৬ মিনিটে।  এ সময় চাঁদ ধীরে ধীরে সূর্যের সামনে এসে ঢেকে ফেলবে।  আর সর্বোচ্চ গ্রহণ ঘটবে ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। 

আকাশ পরিষ্কার থাকলে সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে।  

এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।  সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।

 

কি এই সূর্যগ্রহণ ?

চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবশ্যার পর নতুন চাঁদ ওঠার সময় এ ঘটনা ঘটে।

পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুটি পূর্ণ সূর্যগ্রহণ হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১