আপডেট : ১৮ December ২০১৯
প্রথম দফায় প্রকাশিত রাজাকার তালিকায় যেসব মুক্তিযোদ্ধার নাম এসেছে, তাদের কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের চলতি কমিটির শেষ কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে ‘রাজাকার তালিকা’ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো মুক্তিযাদ্ধাকে রাজাকার খেতাব দেয়া হবে না। এটা হতে পারে না। এ তালিকায় যেসব মুক্তিযোদ্ধার নাম এসেছে তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। শেখ হাসিনা আরো বলেন, একজন মুক্তিযোদ্ধার নাম যখন রাজাকার লিস্টে থাকে তখন তার কতোটা খারাপ লাগতে পারে একবার চিন্তা করে দেখুন। আমি তাদের এতটুকু বলতে পারি তাদের নাম কোনোভাবেই রাজাকার লিস্টে থাকতে পারে না। এটা তারা নিশ্চিত থাকুক। ইতোমধ্যে এটা তাদের বলা হয়েছে, মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখবে। রাজাকার-আলবদর-আল শামস্ এগুলো কিন্তু গেজেটেড। ৭১ এর পত্রিকাও যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন পত্রিকাগুলোতেও এগুলো ছাপা আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১