আপডেট : ০৫ December ২০১৯
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পিবার বিকেলে কাঠালিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মো. হাবিবুর রহমান উজির সিকদারকে সভাপতি ও মোঃ এমাদুল হক মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রেীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য বি.এইচ. হারুন। সভার উদ্বোধক ঝালকাঠি জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, অনুপ্রবেশকারী ও দূর্নীতিবাজদের দলে কোন পদ দেওয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশেকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাঠালিয়া উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক আকন্দ মজিবুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বাবু তরুন কর্মকার, এ্যাডঃ এম.এ জলিল, আবুল বশার বাদশা, মোঃ বদিউজ্জামান বদু, ফাতেমা খানম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১