বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৯

আটলান্টিকে নৌকাডুবি : ৫৮ অভিবাসী নিহত


আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। ঘটনায় আহতদের নওডিবাউর হাসপাতালে নেওয়া হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তবে নৌকাটির ৮৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। 

শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, নৌকাটি ১৫০ শরণার্থী নিয়ে যাচ্ছিল। জ্বালানি কম থাকায় এক সময় নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী ও শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল। তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। 

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৫ হাজারের বেশি গাম্বিয় নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১