বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে ৭৭২ প্রত্যন্ত ইউনিয়ন


সরকার দেশের আটটি বিভাগের ৭৭২টি দুর্গম ইউনিয়ন ও এলাকায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে। এক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) ১১০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৮,১০৬ কিলোমিটার অপটিকাল ফাইবার ক্যাবল স্থাপনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মুস্তাফা কামাল বলেন, বাংলাদেশ ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড খুলনা সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম)-এর মাধ্যমে অপটিক্যাল ফাইবার ক্যাবলগুলো কিনবে।

প্রত্যন্ত দুর্গম এলাকায় ইনফরমেশন টেকনোলজি নেটওয়ার্ক স্থাপন (কানেকটেড বাংলাদেশ)-এই প্রকল্পটি সোস্যাল রেসপন্সিবিলিটি ফান্ড ম্যানেজমেন্ট কমিটির অনুমোদন পেয়েছে ২০১৮ সালের ১০ জুলাই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৭,৬০৭.১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১