বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ


বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাসুদ অরুন বলেন, জোর যার মুল্লুক তার এই তত্ত্বে বিশ্বাসীরাই দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জুয়াড়ি, লুটেরাদের হাতে দেশ জিম্মি।

তিনি বলেন, জেলের তালা ভাঙ্গবো খালেদা জিয়াকে আনবো। এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সরকারের উচিত আইনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া।

সমাবেশ পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১