আপডেট : ১৪ November ২০১৯
আশুলিয়ায় শিউলি আক্তার (২৬) নামে ৪ মাসের গর্ভবতী এক নারীর রহস্যজনক মৃত্যূর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইফুল ইসলাম (৩০) পলাতক রয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার মধ্য গাজিরচট সোনিয়া মার্কেট এলাকার আমেনা আক্তার রুমা’র বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার (২৬) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার গান্দাইল গ্রামের সোনা উল্লাহ মন্ডলের মেয়ে। সে আশুলিয়ায় তার স্বামীর সাথে বাসা ভাড়া করে থাকতেন। তার স্বামী সাইফুল ইসলাম (৩০) ঢাকা ইপিজেড নতুন জোনের একটি গার্মেন্টেসে কর্মরত ছিলো এবং তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। প্রতিবেশীরা জানান, বৃহষ্পতিবার সকাল ৭ টার দিকে নিহতের স্বামী অফিসে চলে যায়। সকাল ৯ টার দিকে হঠাৎ করে রুমের ভিতর থেকে ধোঁয়া ও কেরোসিন তেলের গন্ধ আসতে থাকে। পরে দরজায় ধাক্কা দিলে বিছানার উপরে লাশ পরে থাকতে দেখে তার স্বামীকে জানানো হয়। পরে তার স্বামী এসে লাশ দেখে এ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মোঃ নুরুল হুদা ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতে পিঠে একটা আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা না আতœহত্যা তা এখনো বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। অন্যদিকে বুধবার দিবাগত রাত ১২ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার হযরত আলীর বাড়ি থেকে কাজল (২১) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহত কাজল জামালপুর জেলার সদর থানার কলতাপাড়া গ্রামের শাফিউলের মেয়ে। সে তার স্বামী রমজান (২৩) ও দের বছরে কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং ডিইপিজেড এর নতুন জোনের এলজেট ফ্যাশন লিঃ এ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১