বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৯

ওমান থেকে দেশে ফেরার পথে বিমানেই মারা গেলেন সিলেটের রানা


দীর্ঘদিন পর দেশে ফিরছিলেন রানা আহমদ তৌরিফ।  স্বজনদের সঙ্গে ছুটি কাটানোর আশায় মনে ছিল খুশির জোয়ার। পরিবারেও ছিল আনন্দের কলরব। তবে সব থেমে গেছে। ওমান থেকে রানা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে! দেশে ফেরার পথে বিমানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

রানা ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ছিলেন। ছুটি কাটাতে শুক্রবার দেশে ফিরছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বিমান কলকাতার আকাশে থাকা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রানা। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রানার মেয়ে ও ভাতিজাসহ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে লাশটি গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী জিলু জানান, শুক্রবার বাদ এশা জানাজা শেষে রানাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১