বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৯

‘ঋত্বিক ঘটক পুরস্কার’ পাচ্ছেন চারজন


মঞ্চ এবং চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের চার নির্মাতা ও চলচ্চিত্র গবেষক পাচ্ছেন ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’।

এ বছরের পুরস্কারজয়ীরা সবাই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার। বাংলাদেশ থেকে পুরস্কার পেতে যাচ্ছেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র সমালোচক ও ‘মেঘমল্লার’ খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন এবং থিয়েটার অভিনেতা কাজি সাইয়িদ হোসেন দুলাল। কলকাতা থেকে পুরস্কার পাচ্ছেন শ্যামল কর্মকার।

প্রতিবছর ‘মেঘে ঢাকা তারা’ খ্যাত নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নামে পুরস্কার দেওয়া হয় সিনেমা ও থিয়েটারে বিশেষ ভূমিকা রাখা অভিনেতা অভিনেত্রীদের।

৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে তার পৈতৃক ভিটা রাজশাহীতে গুণীজনদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

উৎসবে ঋত্বিক ঘটকের কয়েকটি সিনেমা দেখানো হবে। চলচ্চিত্র সমালোচকদের একটি কনফারেন্সের আয়োজনও থাকবে। এ ছাড়া শ্যামল কর্মকার এবং আকরাম খান সেখানে একটি কর্মশালার আয়োজন করবেন।

১৯২৫ সালের ৪ নভেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন ঋত্বিক কুমার ঘটক। দেশভাগের সময় কলকাতায় চলে যায় তার পরিবার। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১