বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৯

ভাড়া বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সিএনজি ধর্মঘট


ভাড়া বাড়ানোসহ কয়েকটি দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা ৭২ ঘণ্টার ধর্মঘট ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল রোববার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

তিনি অভিযোগ করে বলেন, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে, অথচ গ্যাসের মূল্য চার দফা বৃদ্ধি পেলেও তাঁদের মিটারের ভাড়ার মূল্য বাড়েনি। তাই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলোর তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা করা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট চার টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বৃদ্ধি করা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১