বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৯

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৫


গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্র জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহানের নির্দেশে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজ, এস আই জসিম, সামছুল, জাহাঙ্গীর, জহুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯৫৭ পিস ইয়াবাসহ ৫ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মনমথ গ্রামের আব্দুল মজিদের ছেলে মনির হোসেন (২১), মনমথ কালিতলা গ্রামের অনিল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র দেব (৩০), মনমথ মধ্যপাড়া গ্রামের আছমত আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৭), সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মেছের উদ্দিনের ছেলে শফিউল আলম (২৮) ও গোপাল চরণ গ্রামের আবুল কাশেমের ছেলে মুসা মিয়া (২০)।

গ্রেপ্তারের পর তল্লাশি করে মনির হোসেনের কাছ থেকে ৬৫ পিস, সুজন চন্দ্রের কাছ থেকে ৭৫ পিস, ফরিদুলের কাছ থেকে ২০০ পিস, শফিউলের কাছ থেকে ৫১৫ পিস ও মুসা মিয়ার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এদের সকলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইয়াবা কারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১