আপডেট : ২৪ September ২০১৯
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শীবপুর এলাকায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মো. শহীদুল্লাহ (৮৫) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ শাহরাস্তি উপজেলার আলীপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদ এর ছেলে। চাঁদপুর রেলওয়ে থানা (জিআরপি) ওসি সরোয়ার আলম বলেন, ওই বৃদ্ধা সকালে ছাগল নিয়ে রেললাইনে আসলে অসতর্কতার কারণে ট্রেনের নীচে কাটা পড়েন। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুরের এডিএম এর নিকট ময়না তদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করা হয়েছে। প্রক্রিয়া শেষ হলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১