বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৯

অভিযানে সরকারের ইমেজ বেড়েছে : কাদের


অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর অনেকেই গা ঢাকা দিয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, অপরাধী যেই হোক কেউই ছাড় পাবে না। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী দেশে না থাকলেও চলমান অভিযানে আপোষ না করার নির্দেশ দিয়ে গেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, মাদক-দুর্নীতির চক্র ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। এই অভিযানের কারণে সরকারের ইমেজ বেড়েছে। সরকারের ইমেজ কোনোভাবেই ম্লান হতে দেয়া যাবে না।

বিএনপির সৎসাহস নেই বলে হাওয়া ভবন, খোয়াব ভবন নামে যে দুর্নীতি হয়েছে, তাদের ধরতে পারেনি এ কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের জনপ্রিয়তা বাড়ায় তাদের গাত্রদাহ হচ্ছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১