বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৯

ডেঙ্গুতে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু


এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত শাকিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শাকিতকে রবিবার বিকাল ৪টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাত ৯টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে গভীর রাতে সে মারা যায়।

এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

এদিকে, সারা দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫৩ নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯২ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৫০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

সরকারি হিসেবে, দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬৮ জন মারা গেছেন। কিন্তু বেসরকারি অনুমান বলছে এ সংখ্যা আরও বেশি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১