আপডেট : ০৬ September ২০১৯
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: অজ্ঞাত নাম পরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা সদরের খানপুর ইছাকুড় গ্রামের কৃষি জমির ভেড়ীর উপর থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের মুখ এবং কপালে বাম পাশে আঘাতের চিহ্ন থাকার কথা জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর দাবি হয়ত অন্য কোন স্থানে হত্যার পর মৃতদেহটি সেখানে ফেলে যাওয়া হয়। হত্যার আগে হতভাগ্য ঐ নারী ধর্ষণের শিকার হতে পারে বলেও সুত্রসমুহের দাবি। প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন ও আরিফুল ইসলামসহ অন্যরা জানায় স্থানীয় কৃষকরা সকালে মাঠে ধান রোপনের জন্য যাওয়ার সময় ভেড়ীর উপর মৃতদেহটি দেখতে পায়। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর সবুর সেখানে উপস্থিত হয়ে শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। তাদের দাবি থ্রি পিছ পরিহিত অবস্থায় বছর পঁচিশ বয়সের অপরিচিত ঐ নারীর ওড়না গলায় শক্তভাবে পেঁচিয়ে রাখা ছিল। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানিয়েছে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহের নাম পরিচয় সনাক্তসহ তার মৃত্যুর কারন অনুসন্ধানের চেষ্টা চলছে। ধর্ষণের পর শ্বারোধ করে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিক ধারনা করছেন বলেও জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১