আপডেট : ০১ September ২০১৯
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজার ভূমি মালিকানা নিয়ে প্রায় দুই যুগ ধরে সৃষ্ট জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের গঠিত কমিটি সংশ্লিষ্টদের দিনব্যাপি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানের সভাপতিত্বে গণশুনানিতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ,অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী, যুগ্ম সচিব আবদুর রহমান,সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদরী,ডেসকো পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এনামুল হকসহ ১৪ মৌজার ভূক্তভোগী জমির মালিকরা বক্তব্য রাখেন। গণশুনানি শেষে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিস মাহমুদ সখীপুরে ১৪ মৌজার প্রায় দুই যুগের সৃষ্ট জটিলতা অতি দ্রুত নিরসনের আশ্বাস দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১