বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৯

ইমরানের গানে মারিয়া নূর মডেল


প্রথমবার কোনো গানের মডেল হয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক মারিয়া নূর। এতে মারিয়ার নায়ক হিসেবে থাকছেন ইমরান। গানের শিরোনাম ‘শুধু তোমায় ঘিরে’। শরীফ আল দ্বীন কাব্যর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গেয়েছেন ইমরান। 

গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘জীবনে চলার পথে প্রিয় মানুষের ইচ্ছের মূল্য দিতে হয়। তা না হলেই সম্পর্কের টানাপড়েন শুরু হয়। হয়তো ছোটখাটো ভুলে চিরজীবনের জন্য হারাতে হয় প্রিয়জনকে। এমনই গল্প থাকছে ভিডিওতে।’ গানটির ভিডিওর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। 

প্রথমবার গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে মারিয়া নূর জানান, ‘আমি ইমরানের গানের একজন ভালো শ্রোতা। মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব অনেক আগে থেকেই পেয়ে আসছি কিন্তু করা হয়নি। ভিকি জাহেদ যখন গান এবং ভিডিওর গল্পটি শোনালেন, তখন আর না করতে পারলাম না। কেন না করতে পারলাম না, গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শক সেটা বুঝতে পারবেন।’    

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২৯ আগস্ট তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘শুধু তোমায় ঘিরে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১