আপডেট : ০৩ August ২০১৯
বাকের ভাই, মুনা, বদি ও মজনুর কথা মনে আছে নিশ্চয়ই। এবার আবার বিটিভির পর্দায় একসঙ্গে আসছে জনপ্রিয় এই চার চরিত্র। তারা হাজির হবেন নতুনভাবে ‘এখানে সবাই আছে’ শিরোনামে তারকা আড্ডা অনুষ্ঠানে। ‘কোথাও কেউ নেই’ নাটকের শিল্পী আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, আবদুল কাদের, লুৎফর রহমান জর্জের সঙ্গে এতে আরো থাকবেন লাকী ইনাম, আফসানা মিমি, মাহফুজ আহমেদ, বিজরী বরকতুল্লাহ, মাসুদ আলী খান, খায়রুল আনাম সবুজ ও পুতুল । বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদের ভাবনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। প্রযোজনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস। অনুষ্ঠান প্রসঙ্গে মাহবুবা ফেরদৌস বলেন, ‘কোথাও কেউ নেই’ নাটকের নাম শুনলেই সোনালি অতীতের কথা মনে পড়ে। সেই নাটকের শিল্পীদের নিয়ে ‘আড্ডা’ হবে ঈদ আয়োজনে, এটি ভাবতে ভালো লাগছে। ইতোমধ্যে অনুষ্ঠানের অতিথি তালিকা চূড়ান্ত হয়েছে। আশা করছি, তারকা শিল্পীদের অংশগ্রহণে অন্যরকম অনুষ্ঠান উপহার পাবেন দর্শক। আগামী ৯ আগস্ট বিটিভির নিজস্ব স্টুডিওতে এর দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন অনুষ্ঠান প্রযোজক মাহবুবা ফেরদৌস। ঈদের পরদিন অনুষ্ঠানটি প্রচার হবে। হুমায়ূন আহমেদের রচনা ও বরকতুল্লাহর নির্দেশনায় ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হয়েছিল ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’। এ ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এর প্রতিটি পর্ব দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করতেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘বাকের ভাই’-এর অনবদ্য অভিনয় এখনো দর্শকের চোখে লেগে আছে। এখনো অনেকেই বাকের ভাইকে ভুলতে পারেননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১