বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৯

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক শরীফ মিয়া (৩৫), স্থানীয় জুতা ব্যবসায়ী খোকন মিয়া (২৮), অহিদ মিয়া (৩৮) এবং রাজিয়া খাতুন (৭৫)।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মান্দারকান্দি এলাকার মঠখোলা-কটিয়াদী সড়কে অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই শরীফ এবং খোকন মারা যান।আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অহিদ এবং রাজিয়া।

এ ঘটনায় ট্রাকচালক বাচ্চু মিয়াকে আটক করেছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১