আপডেট : ১৯ July ২০১৯
পাইকগাছা থানাপুলিশ ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। আজ শুক্রবার বিকালে মানিকতলা বাজার সংলগ্ন জনৈক ব্যক্তির বাড়ীর পাশে থেকে বিক্রয়ের প্রস্তুতি নেওয়ার সময় হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মাংস সরবরাহকারীদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়। থানার ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, শুক্রবার বিকালে কতিপয় কয়েকজন ব্যক্তি মানিকতলা বাজার সংলগ্ন জনৈক ব্যক্তির বাড়ীর পাশে হরিণের মাংস বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই অনিষের নেতৃত্বে থানাপুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস সরবরাহকারীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত খুলনা-হ-৩৬৬৫নং হোন্ডা মটরসাইকেল ও ৬ কেজি হরিণের মাংস সহ মাংস বিক্রয়ের বিভিন্ন উপকরণ উদ্ধার করে। উদ্ধারকৃত মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১