আপডেট : ১৮ July ২০১৯
নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক হাসানুজ্জামন হাসান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী, সম্পাদক মাহাবুব আলম তুষারসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, এদিন রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা অনার্স কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আম, জাম, জলপাইসহ বিভিন্ন ফলদ বৃক্ষ রোপন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১