বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৯

আসিফের ‘তোর কারণে সন্ধ্যা নামে’


জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও জুলি নতুন গান নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘তোর কারণে সন্ধ্যা নামে’। এই নতুন গানে জুটি বেঁধেছেন জুলির সাথে। গীতিকার আহমেদ রিজভীর লেখা গানটির সুর ও সংগীত করেছেন কিশোর।

গানটির প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘জুলিকে চিনি শিল্পী বন্ধু বালামের বোন হিসেবেই, তবে গায়িকা জুলিকে অনেক পছন্দ। আর লক্ষ্মী একটা মেয়ে এবং স্নেহের ছোট বোন হিসেবে খুব বেশিই পছন্দ করি। একটা পারিবারিক অনুষ্ঠানে জুলির সঙ্গে দেখা হতেই এগিয়ে এসে বলল- ভাইয়া আমাদের একসঙ্গে গান গাওয়া হবে না। আমি বললাম অবশ্যই হবে, তোমার গানটি দারুণ হতে হবে, একটু অপেক্ষা করো। এরপরই গানটি তৈরি করা হলো।

আসিফ আরো বলেন, গানটি গাওয়া শেষ, এখন সিম্পল একটা ভিডিও’র অপেক্ষায় আছি। জুলির দুর্দান্ত গায়কিতে আমরা সবাই মুগ্ধ। গায়ক থেকে এবার আসিফ আকবর প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায় আসছেন।

জনপ্রিয় এই গায়ক অভিনয় করেছেন ‘গহীনের গান’ নামের পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে। বাংলাঢোল প্রযোজিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছবিতে অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ। শিল্পী আসিফের গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ছবির শুটিং শেষ হয়েছে। এখন আছে মুক্তির অপেক্ষায়। আসছে ঈদুল আজহায় সারা দেশে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল মুভি ‘গহীনের গান’ রিলিজ হবে এই ঈদেই। সাদাতের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল এ মুভিটি হলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কোনো ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ-বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনীও খুঁজে পাবেন।’

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১