বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৯

চকরিয়া-পেকুয়া ও লামায় বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ২


মাতামুহুরী নদীর তীরবর্তী বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় সমুদ্রে পূর্ণিমার জোয়ারে  পানি বৃদ্ধি পেয়েছে। এ তিন উপজেলার নিন্মাঞ্চল বসবাসরত হাজার হাজার বন্যার্ত মানুষ পড়েছে দুর্ভোগে। এসব এলাকার অধিকাংশ খাবার পানির নলকূপ পানিতে ডুবে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।  

এদিকে শনিবার দিবাগত রাত ২টায় লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মধুঝিরি এলাকায় পাহাড় ধসে নুরজাহান বেগম (৫৫) নামে এর নারী নিহত ও একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। অপরদিকে চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলার আটারকুম এলাকায় আজ রোববার সকাল ১০টায় পানিতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে ভেসে গেছেন রিয়াজ উদ্দিন (২২) নামের এক যুবক। ভেসে যাওয়া যুবক ওই ইউনিয়নের দেয়ারচর এলাকার জামাল উদ্দিনের পুত্র। তার লাশ এখনো পাওয়া যায়নি।

টানা বর্ষণে দ্বিতীয় বারের মতো বড় ধরনের বন্যায় প্লাবিত হয়েছে বান্দরবানের লামা-কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় উপজেলা। শনিবার ভোররাত থেকে অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে মাতামুহুরী নদী ও ছড়া খালের পানি।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, মুহূর্তে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রায় ৪০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নিহত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিন্মাঞ্চলে বসবাসরত প্রায় ১ লাখ মানুষ বন্যা ও বৃষ্টিতে জমে থাকা পানিতে মানবেতর দিন কাটাচ্ছেন। পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নের কয়েক হাজার পরিবার এখন পানিবন্দি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১