বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০১৯

বিমান টিকেট পাচ্ছেন না কোহলিরা!


এমনিতেই স্বপ্নভঙ্গ। ওঠা হয়নি বিশ্বকাপের ফাইনালে। এমন বাজে অবস্থার মধ্যে দেশে ফিরতেও বিপত্তি বেধেছে ভারতীয় দলে। বিমান টিকেট পাচ্ছেন না কোহলিরা। ফলে আজ বিশ্বকাপের ফাইনাল হওয়ার পরই দেশে ফিরবে টিম ইন্ডিয়া।

সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাওয়া ভারতীয় দল যে ছিটকে যাবে, তা আশা করেননি বোর্ড কর্মকর্তারা। সেই কারণেই অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়া ক্রিকেটারদের বিমান টিকেট জোগাড় করতে সময় লাগবে। অল্প সময়ে টিকেট না পাওয়ার কারণেই এই সমস্যা বলে মনে করছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘১৪ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারে থাকতে হবে অধিকাংশ ভারতীয় ক্রিকেটারকে।’

এদিকে, বিশ্বকাপ অভিযান ব্যর্থ হওয়ার পরে এবার রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সফরে থাকছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এর মধ্যে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ আমেরিকার ফ্লোরিডায় খেলা হবে।

এই সফরে বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের নির্বাচকরা। ভারতীয় মিডিয়ার খবর, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সম্ভবত রাখা হচ্ছে না পেসার জসপ্রিত বুমরাহকেও। সীমিত ওভারের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত। দুটি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। আজকালের মধ্যে চূড়ান্ত দল নির্বাচন করা হবে বলে জানাচ্ছে সেদেশের মিডিয়া।

গত এক বছর ধরে টানা খেলার মধ্যে থাকায় কোহলি ও বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলেও নির্বাচকদের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ, এই সফরের দুটি টেস্ট ম্যাচ থেকে অর্জিত পয়েন্ট এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গণনায় অন্তর্ভুক্ত হবে। দল নির্বাচন নিয়ে অবশ্য এখনো প্রকাশ্যে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। যেমন মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। আলোচনা চলছে, বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু এখনো তেমন কোনো খবর পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১