আপডেট : ১৩ July ২০১৯
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। শনিবার সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি প্রবাহ আরও বেড়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে শুক্রবার রাতে পানির প্রবাহ ছিল বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপরে। ফলে রাতেই নদী তীরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়। এ নদীর পানির তোড়ে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে একটি পাকা ও কাঁচা রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। উপজেলার গড্ডিমারী, শিংগীমারী , সিন্দুর্না, ডাউয়াবাড়ি ও পাটিকাপাড়া ইউনিয়নের নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। গড্ডিমারীর তালেব মোড়ের সড়ক ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা দেখা গেছে। চরাঞ্চলের রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫০০ মিটার রাস্তা ও ষ্টেশন থেকে হাটখোলা সংযোগ সড়কের পাকাকরণ কাজের ৪০০ মিটার রাস্তা ভেঙ্গে যেতে দেখা গেছে। উপজেলায় এ পর্যন্ত ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ। এদিকে আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১