বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৯

পাবনায় বজ্রপাতে ৪ কৃষক নিহত


পাবনা বেড়া উপজেলার  চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে পাট ধোয়ার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ ৪  কৃষক নিহত হয়েছে। আজ শনিবার (১৩  ই জুলাই)  দুপুর ২ টার দিকে বৃষ্টির মধ্যে বজ্রপাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের  চেয়ারম্যান  ফারুক হোসেন বলেন, খেলার মাঠের পাশে পাট ধোয়ার কাজ করছিলেন ৪ কৃষক। এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারা নিহত হন।

নিহতরা হলেন মোতালেব  সরদার (৫৫). তার দুই  ছেলে ফরিদ সরদার ( ২২). শরিফ সরদার (২০) ও রহম আলী ( ৫৫)। তাদের সবার বাড়ি চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে।

বজ্রপাতে একঙ্গে ৪  কৃষকের মৃত্যুতে এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১