বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৯

নভেম্বর মাসে জাকসু নির্বাচন : জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছবি : বাংলাদেশের খবর


আগামী জুলাই মাসের ৩০ তারিখের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন এবং নভেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশন শুরুর পূর্বে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, ‘জাকসু নির্বাচনের কথা দিয়েছি নির্বাচনটা করবো। এজন্য সবার সহযোগিতা দরকার। নভেম্বরের মধ্যে নির্বাচন হবে। ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। কমিশন সব পর্যালোচনা করবেন। তথ্য হালনাগাদ করবেন। এগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশনই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। লক্ষ্য একটাই ছাত্র প্রতিনিধিত্ব ফিরিয়ে আনা।’

এদিকে এর আগে বিকেল ৩টা থেকে কোনো ‘ছাত্র প্রতিনিধি ছাড়া’ সিনেট অধিবেশনের প্রতিবাদে পুরাতন প্রশাসনিক ভবনের ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা।

বিকেল ৪টার দিকে সিনেটররা সিনেট অধিবেশনে যেতে চাইলে আন্দোলনকারীরা তাদের কাছে জাকসু নির্বাচনের জন্য কথা বলার অনুরোধ জানান। এসময় সিনেটররা তাদের দাবির পক্ষে কথা বলার আশ্বাস দেন। পরে তারা অবস্থান ছেড়ে দিয়ে জাকসুর দাবিতে পুরাতন প্রশাসনিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

কর্মসূচির এক পর্যায়ে উপাচার্য আগ্রহ প্রকাশ করলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা উপাচার্যের কার্যালয়ে দাবি নিয়ে যান। সেখানে ছাত্র সংগঠনের নেতারা জুলাইয়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে উপাচার্য জাকসু নির্বাচন নিয়ে এই ঘোষণা দেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে বন্ধ রয়েছে জাকসুর ছাত্র প্রতিনিধিত্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১