বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৯

অলাতচক্রে জয়া


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘দেবী’ ছবির পর এবার নিয়ে আসছেন ‘অলাতচক্র’। ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। গত রোববার ময়মনসিংহে এ ছবির শুটিং শুরু হয়েছে।

কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এতে জয়া আহসানকে নেওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন পরিচালক। কিন্তু জয়ার সিডিউল না মেলায় বিষয়টি অনিশ্চিত ছিল। অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন জয়া। ‘অলাতচক্র’ মূলত, আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথম পুর্ণদৈর্ঘ্য ত্রিমাত্রিক (থ্রিডি) চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।

যত সময় যাচ্ছে, ততই ব্যস্ততা বাড়ছে দুই বাংলার আলোচিত তারকা জয়া আহসানের। অভিনয় ছাড়াও বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করা, ফুটবল এবং ক্রিকেটের প্রতিনিধি হওয়া-সবমিলিয়ে নানামুখী ব্যস্ততায় দিন কাটছে তার। জয়ার ভাষায়, ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গেই চলতে হচ্ছে তাকে।

রঙিন পর্দা থেকে খেলার মাঠ সর্বত্রই মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জয়া আহসান। সেখানে ব্যাট হাতে খেলতেও দেখা গেছে তাকে। এর আগে বাংলাদেশের ফুটবলেও শুভেচ্ছাদূত হয়েছিলেন তিনি।

জয়ার প্রথম প্রযোজনার ছবি ‘দেবী’ মুক্তি গত বছরের শেষদিকে। প্রথম ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই জয়া তার প্রযোজনায় দ্বিতীয় ছবির ঘোষণা দেন। নাম রেখেছেন ‘ফুড়ুৎ’। জানা গেছে এ ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে জয়ার।

এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ওপার বাংলার চলচ্চিত্র অতনু ঘোষ পরিচালিত ‘বিনি সুতোয়’ ছবির ফার্স্টলুক পোস্টার। যেখানে আছেন ছবির দুই প্রধান পাত্র-পাত্রী ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। ছবিতে শাড়ি, চশমা, টিপে শান্ত বাঙালি নারীর চেহারায় দেখা গেছে বাংলাদেশি অভিনেত্রীকে। তার প্রায় মেকআপহীন চেহারা দারুণ পছন্দ করেছে দর্শকরা। ছবির ফার্স্টলুক শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি...’।

গত মে মাসে কলকাতায় মুক্তি পায় জয়া অভিনীত ভিন্নধারার ছবি ‘কণ্ঠ’। মুক্তির আগে এ ছবির প্রচারণায় অংশ নেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১