বাংলাদেশের খবর

আপডেট : ১৪ June ২০১৯

অভিনয়ে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায়


একটা সময় নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করতেন অর্পিতা চট্টোপাধ্যায়। জুটি হয়ে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়সহ ফেরদৌসের বিপরীতেও। প্রসেনজিতের সঙ্গে বিয়ের পর সংসারে মন দিয়েছেন। অভিনয়টা তখন অর্পিতার কাছে শখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো চিত্রনাট্য হাতে এলে তবেই কাজ করেন।

সেই ধারাবাহিকতায় বেশ লম্বা একটা বিরতির ইতি টেনে অভিনয়ে ফিরছেন অর্পিতা। ইংরেজি রহস্য-সাহিত্যে আগাথা ক্রিস্টির মিস মার্পল যেমন জনপ্রিয় নারী গোয়েন্দা, বাংলায় তেমনি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি। সেই মিতিন মাসির চরিত্রেই হাজির হবে লাস্যময়ী অর্পিতা। পরমব্রত চট্টোপাধ্যায় মিতিন মাসির ওপর নির্মাণ করছেন ওয়েব সিরিজ। তারই মুখ্য চরিত্রে থাকতে পারেন অর্পিতা চট্টোপাধ্যায়।

এদিকে অর্পিতা এখনো চুক্তিতে সই করেননি বলে জানা গেছে। তবে প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ তিনিই। অর্পিতাও চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী বলে জানা গেছে। শিগগির হয়তো এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর আগে পরমব্রত ও অর্পিতাকে দেখা গেছে একটি ছবিতে একসঙ্গে কাজ করতে। সেই ছবির নাম ‘অভিমান’। ছবিটি বেশ আলোচিত কলকাতার সিনেমাপ্রেমীদের কাছে। এবার নতুন করে নতুন পরিচয়ে পরম-অর্পিতা জুটি নতুনভাবে বাজিমাত করবে এটাই সবার চাওয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১