আপডেট : ০৯ June ২০১৯
টানা ৭ দিন বন্ধের পর আজ রোববার থেকে ফের পুরোদমে শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ বেলা ১১টার দিকে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি ২ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের এই সিদ্ধান্ত নেয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়। এর ফলে ৭ দিন এই বন্দর দিয়ে কোনো ধরণের পণ্য আমদানি-রপ্তানি হয়নি। আজ বেলা ১১টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে আসা শুরু হয়েছে। এতে করে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে ফিরে এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১