বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৯

‘অন্যদিন’-এ সারিকা-জোভান


আসছে ঈদে সারিকাকে নিয়ে নির্মাতা তুহিন হোসেন তিনটি নাটক নির্মাণ করেছেন। এর মধ্যে সারিকা ও জোভানকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘অন্যদিন’ নাটকটি। এরই মধ্যে এর কাজ শেষও করেছেন তিনি। আসছে ঈদের দিন রাত ৮টায় বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘টানা তিনটি নাটকে কাজ করেছি তুহিন ভাইয়ের নির্দেশনায়। একজন মেধাবী পরিচালক নিঃসন্দেহে। খুব গুছানো একটি ইউনিট। আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে। অন্যদিনই শুধু নয়, তার নির্মিত বাকি দুটি নাটকও দর্শকের ভালো লাগবে।’

জোভান বলেন, ‘অন্যদিন নাটকে আমার চরিত্রটিতে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আমি আমার নিজেকে সবসময়ই ভাঙার চেষ্টা করি। এই চরিত্রেও দর্শক আমার উপস্থিতিতে মুগ্ধ হবেন। ধন্যবাদ নির্মাতা তুহিন হোসেনসহ আমার সহশিল্পী সারিকাকে এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

তুহিন হোসেনের নির্দেশনায় সারিকা অভিনীত ‘চুল তার কবেকার’ নাটকটি প্রচার হবে ঈদের সপ্তম দিন চ্যানেল আইতে। ‘পোর্ট্রেট’ নাটকটির প্রচার সময় এখনো একুশে টিভি নির্ধারণ করেনি। নির্মাতা তুহিনস হোসেন ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবেও যথাযথভাবে তার দায়িত্ব পালন করছেন। সাংগঠনিকভাবে সবাই তুহিনের কাজে ভীষণ খুশি। তুহিন হোসেন নির্মিত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘তিলোত্তমা তোমার জন্য’, ‘বউগিরি’, ‘তবুও আমারে দেবো না ভুলিতে’ , ‘এক বৈশাখে’, ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাতদিন’, ‘আমি তুমি’, ‘কতটা পথ পেরুলে’, ‘আমি তোমাকেই বলে দিবো’, ‘যে গল্পটা বলা হয়নি’, ‘লাটিম লাটিম প্রেম’, ‘কোরবান আলীর ব্যাংক ব্যালেন্স’ ,‘ প্রিন্সেস জরিনা’ ও ‘তৃতীয় জন’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১