আপডেট : ০২ June ২০১৯
বগুড়ায় শামীমা আফরোজ পাপলু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ। আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শামীমা শহরের সবুজবাগ এলাকার সুলতান মিয়ার স্ত্রী। বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, শামীমা দীর্ঘদিন হলো ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিকাশে টাকা নিতেন। পরে ক্রেতা ইয়াবা নেয়ার জন্য বাড়ির আশে পাশে ঘোরা ফেরা করতেন। এসময় পথ শিশুদের মাধ্যমে ইয়াবা পৌঁছে দিতো ক্রেতার হাতে। এর বিনিময়ে পথ শিশুকে কখনও দুমুঠো ভাত আবার কখনো চকলেট দিতেন শামিমা। বিগত ১০ বছর যাবত শামীমা এই ভাবে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১