আপডেট : ০২ June ২০১৯
কক্সবাজার শহরের তরুন গণমাধ্যম কর্মী কুতুবদিয়াপাড়া নিবাসী সৈয়দ মোহাম্মদ সাকিল (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন) আজ রোববার (২ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সৈয়দ মোহাম্মদ সাকিল নিজ বাড়িতে একটু অসুস্থ বোধ করেন। পরে সাকিল ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় একইদিন সকাল ৯ টার দিকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা সৈয়দ মোহাম্মদ সাকিল স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করছেন বলে ধারণা পোষন করেছেন। প্রায় একদশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত সৈয়দ মোহাম্মদ সাকিল মাই টিভি’র কক্সবাজার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। সাকিলের পিতা চকরিয়া উপজেলার হারবাং নিবাসী সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন। পিতার চাকুরীর সুবাধে পিতার সাথে শহরের নুর পাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রী সহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১