আপডেট : ০১ June ২০১৯
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে রনি হত্যার বিচারের দাবীতে গতকাল শুক্রবার বিকেলে পাঁচবিবি নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে বারোওয়ারী চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মানিক আকন্দ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডল, ছাত্রলীগের উপজেলা সভাপতি আকরাম হোসেন তালুকদার, পৌর সভাপতি সোহানুর রহমান সুরুজ, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মাহমুদ, রনির পিতা আহাদ আলী, মাতা রোকেয়া বেগম প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের রাজু ও পলাশের নির্দেশেই এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ ও পৌর সম্পাদক সাঈদুর রহমান রাজু বলেন, একটি চক্র পাঁচবিবিতে ছাত্রলীগ ধংসের চেষ্টা করছে। রনিকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমিও চাই। উল্লেখ্য, গত বুধবার রাত ১১টার দিকে পাঁচবিবি রেলষ্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রনি (২০) নামের এক যুবকের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১