বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০১৯

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি


কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেয়ারী পাড়ার এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমজাদ ওই ওয়ার্ডের মো. রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অন্যান্য ছেলেদের সাথে দল বেঁধে মাতামুহুরী নদীর মাঝের ফাঁড়ি সেতুর নিচে গোসল করতে যায় আমজাদ। এসময় নদীর চোরাগর্তে পড়ে ডুবে যায় আমজাদ। এ সময় অন্যরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। আমজাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমজাদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১