বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে

নাটোর ম্যাপ ছবি : বাংলাদেশের খবর


নাটোরের তেবাড়িয়া রেল গেটে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে আটকে পড়লে প্রায় সাড়ে ৩ ঘন্টা নাটোর হয়ে ঢাকা ও উত্তর-দক্ষিনাঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ধান বোঝাই ট্রাক নাটোর শহরের তেবাড়িয়া রেল গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে আটকে যায়। এর পরই বন্ধ হয়ে যায় এ পথের রংপুর এক্সপ্রেস,  একতা, লালমনি এবং সীমান্ত এক্সপ্রেসসহ সকল ট্রেন চলাচল। নাটোর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন।

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ট্রেন যাত্রিদের চরম দুর্ভোগ পোহাতে হয়।সকাল সোয়া ৬ টায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি হাইওয়ে পুলিশ সড়িয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১