বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০১৯

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ২৫ মে উদ্বোধন হতে যাচ্ছে ২য় গোমতি ও মেঘনা সেতু


বাংলাদেশে ব্যস্ততম ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই লেগে থাকে র্দীঘ যানজট। এ যানজট নিরসনে এবং স্বল্প সময়ে কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে জেলাগুলোতে যেতে মহাসড়কের তিনটি সেতুর পাশে আরও তিনটি সেতু নির্মাণ করেছে সরকার। দ্বিতীয় কাঁচপুর সেতু আগেই চালু হলেও সম্প্রতি কুমিল্লা দাউদকান্দির গোমতী ও নারায়নগঞ্জের মেঘনা সেতু দুটির কাজ সম্পন্ন হয়েছে। নতুন নির্মিত দ্বিতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য ৯৩০ মিটার আর দ্বিতীয় গোমতী সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪১০ মিটার।

মহাসড়ক থেকে দীর্ঘদিনের ভোগান্তি দূর করে আসন্ন ঈদকে স্বস্তিদায়ক করতে আগামী ২৫ মে উদ্বোধন হতে যাচ্ছে ২য় গোমতি ও মেঘনা সেতু। সেতু দুটি চালু হলে দূর্ভোগ থেকে মুক্তি পাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

সড়ক ও জনপথ অধিদফতরের তথ্য মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে। চলাচলকৃত যানবাহনের মধ্যে ৬০ শতাংশ বাণিজ্যিক এবং বাকি ৪০ শতাংশ গাড়ি যাত্রীবাহি ও হালকা যান।

আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুইটি উদ্বোধন করলে যাত্রাপথ স্বস্তি দায়ক হবে বলে মত চালক ও যাত্রীদের।

নতুন দুইটি সেতু চালু হলে মহাসড়কে যানজটের তীব্রতা কমবে। ফলে অতি অল্প সমেয় যাত্রীরা পৌছতে পারবে নির্দিষ্ট গন্তব্যে। ঈদ উপলক্ষে দু-একদিনের মধ্যেই যাত্রা শুরু করবে ঘরমুখো মানুষ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু দুটি খুলে দিলে দেশের পূর্বাঞ্চলের মানুষের এবারের  ঈদ আনন্দেই কাটবে বলে মনে করছেন সাধারণ মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১