বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০১৯

সোনার পাথর খুঁজে পেলেন এক অষ্ট্রেলীয়


অস্ট্রেলিয়ার এক লোক মেটাল ডিটেক্টর ব্যবহার করে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি সোনার পাথর খুঁজে পেয়েছেন।

পশ্চিম অস্ট্রেলিয়ার সোনার খনি এলাকায় ঘুরে বেড়ানোর সময় তিনি ওই মূলব্যান ধাতুখণ্ডটি খুঁজে পান, স্থানীয়দের বরাতে জানিয়েছে বিবিসি।

কালগুলি শহরের একটি দোকান সোনার পাথরটির ছবি অনলাইনে শেয়ার করেছে। এর মূল্য প্রায় এক লাখ অস্ট্রেলীয় ডলার (৬৯ হাজার মার্কিন ডলার) হবে বলে হিসাব করা হয়েছে।

যিনি সোনার পাথরটি পেয়েছেন তিনি স্থানীয় ও অভিজ্ঞ এক শৌখিন অভিযাত্রী বলে জানিয়েছেন দোকানটির মালিক ম্যাট কুক। তবে তার পরিচয় প্রকাশ করেননি তিনি।

ওই সোনার টুকরাটি একটি সল্টবুশ ঝোপের মধ্যে মাটির ৪৫ সেন্টিমিটার গভীরে ছিল এবং ওই অভিযাত্রী মেটার ডিটেক্টর ব্যবহার করে সেটি শনাক্ত করেছেন বলে জানিয়েছেন কুক। 

এতবড় সোনার টুকরা পাওয়ার ঘটনা বছরে খুব বেশি ঘটে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ায় উৎপাদিত সোনার ৭৫ ভাগ কালগুলি ও এর আশপাশের অঞ্চলের খনিগুলো থেকে উত্তোলিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১