আপডেট : ১৪ May ২০১৯
বক্সের মধ্যেই নতুন অবস্থায় থাকা ১৮ বছর আগের আইপড কিনতে চাইলে খরচ করতে হবে প্রায় ২০ হাজার ডলার। ২০০১ সালে বাজারে আসা প্রথম প্রজন্মের আইপডটি পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট ই-বেতে। বাজারে আসার সময় আইপডটির দাম ছিল ৩৯৯ ডলার। ১৮ বছরের ব্যবধানে এর দাম বেড়েছে ৫০ গুণ। আইপডটিতে একসঙ্গে ১ হাজার গান রাখা যায়। এতে রয়েছে ৫ জিবি হার্ডড্রাইভ। এলসিডি স্ক্রিন রয়েছে ২ ইঞ্চির। একটানা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এর পুরুত্ব দশমিক ৭৫ ইঞ্চি, ওই সময়ের তুলনায় একে সরুই বলা যায়। আইপডটি বাজারে এসেছিল প্রিমিয়াম ডিভাইস হিসেবে। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এমপিথ্রি প্লেয়ারের চেয়ে আইপডটি অনেক বেশি আধুনিক ছিল। ফ্যাক্টরি থেকে প্যাকেট করা আর কত আইপড অবিক্রীত অবস্থায় রয়েছে তা জানা যায়নি। তবে এর সংখ্যা খুব বেশি নয় বলেই এগুলো এখন দামি পণ্য। এর আগে ২০১৪ সালে ই-বেতেই ২০ হাজার ডলারে আরেকটি আইপড বিক্রি হয়েছিল। বর্তমানে শুধু আইপড টাচই বাজারে পাওয়া যাচ্ছে। বাকি আইপডের মডেলগুলোর উৎপাদন ২০১৭ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। তবে দিন ফুরানোর আগে ঠিকই বাজার মাত করতে পেরেছিল আইপডগুলো। তাই তো আইপড সংরক্ষণের জন্য কাড়াকাড়ি পড়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১