আপডেট : ১৩ May ২০১৯
চলতি মাসের শেষদিকে প্রাক-ক্রয়াদেশকারী গ্রাহকদের হাতে গ্যালাক্সি ফোল্ড সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল স্যামসাং। কিন্তু ডিভাইসটি অল্প সময় ব্যবহারেই ডিসপ্লে ভেঙে যাওয়ায় গ্রাহক সংস্করণ সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। ডিভাইসটি সরবরাহের নতুন তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে স্যামসাং। স্যামসাংয়ের সহ-প্রধান ডিজে কো জানিয়েছেন, তারা ডিভাইসটির সমস্যা পর্যালোচনা করেছেন এবং খুব শিগগিরই ডিভাইসটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন। বেশ চড়া দামের ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড পর্যালোচকদের হাতে আসার পরপরই ডিসপ্লে ভেঙে যেতে দেখা গেছে। এতে নিজেদের নতুন উদ্ভাবন দেখাতে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে ডিভাইসটির সরবরাহ বিলম্বিত করার সিদ্ধান্ত নেয় তারা। ডিজে কোর মন্তব্য দেখে ধারণা করা হচ্ছে, ডিভাইসটির ডিসপ্লে ত্রুটি সারাতে কার্যকর কোনো সমাধান পেয়েছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটির হিনস আরো উন্নত করা হতে পারে। ডিভাইসটির এ জায়গা থেকেই ডিসপ্লেতে ফাটল সৃষ্টি হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রে চলতি মাসের মধ্যেই গ্যালাক্সি ফোল্ড আনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে কো বলেন, আমরা খুব বেশি দেরি করব না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১