বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০১৯

পালানোর সময় আটক ৩ 

টার্কি পালনের স্বপ্ন দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাৎ  


টার্কি মুরগি পালন করলে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম। 

আটকরা হলেন, স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২), তার স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল (২৩)। ডিবির ওসি জানান, আটক সানি ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে মুরগির প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করেন। উদ্যোক্তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয় সানি। পরবর্তীতে মেয়াদ শেষে উদ্যোক্তাদের কাছ থেকে পালিত মুরগি নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রসিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ অন্যরা গা ঢাকা দেয়। তিনি জানান, স্বপ্ননীল কোম্পানির চেয়ারম্যান সানি সোমবার সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১