আপডেট : ০৭ May ২০১৯
বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা আহসানুল হক মিনুর আহ্বানে ‘প্রতিবাদ দিবস চাই’র লক্ষ্যে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম। গত ৫ মে বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা’ অন্যান্য দিবসের মতো একটি প্রতিবাদ দিবস চাওয়ার লক্ষ্যে তারানা হালিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তারানা হালিম তার বক্তব্যে বলেন, ‘আমার প্রতিবাদের ভাষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মতো প্রতিবাদী মানুষ আমি জীবনে পাইনি। আমি ছোটবেলা থেকেই প্রতিবাদী। যে মানুষ যত বেশি সৎ, তার জীবন তত চ্যালেঞ্জিং। সততার এক অন্যরকম শক্তি আছে। আমি সেই শক্তি নিয়ে এগিয়ে গিয়েছি। আমাদের সবাইকে সৎ থেকে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। ভয় পেলে চলবে না। সবাই প্রতিবাদী হয়ে উঠলে একদিন এ দেশ থেকে সব অন্যায় দূর হয়ে যাবে। ধন্যবাদ মিনু ভাইকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। আমার চেষ্টা থাকবে প্রতিবাদ দিবস প্রতিষ্ঠায়।’ আহসানুল হক মিনু বলেন, ‘আমাদের অভিনয়ের দুনিয়াতেও নানান অনিয়ম হয়। আমরা সেসবের প্রতিবাদ করার চেষ্টা করে আসছি সেই শুরু থেকে। প্রতিবাদে কিছু কাজ হয়, আবার কিছু হয় না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেন বছরের একটি দিন আমরা প্রতিবাদ দিবস হিসেবে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি সারা দেশের মানুষ এক হয়ে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১