বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৯

চলতি মাসেই আসছে জেনফোন ৬


চলতি মাসেই নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে আসুস। জানা গেছে, আগামী ১৬ মে জেনফোন ৬ মডেলের এ স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এর আগে সোশ্যাল মিডিয়ায় এ ফোনের টিজার প্রকাশ করেছে তাইওয়ানের কোম্পানিটি।

টুইটারে কোম্পানির অফিশিয়াল হ্যান্ডেল থেকে প্রকাশিত টিজারে এই ফোনে বেজেলবিহীন ডিসপ্লে দেখা  গেছে। ছবিতে ডিসপ্লের ওপর কোনো নচ দেখা যায়নি।

তবে টিজারে ফোনটি সামনে থেকে দেখা গেলেও এই ফোনের স্পেসিফিকেশন সামনে আসেনি। ১৬ মে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন।

সম্প্রতি একাধিক রিপোর্টে স্মার্টফোনটিতে ডুয়েল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দেখা গিয়েছিল।

স্মার্টফোনটিতে থাকতে পারে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভেতরে থাকবে ৬ গিগাবাইট র্যাম আর ১২৮ গিগাবাইট স্টোরেজ। এই ফোনে থাকতে পারে একটি ১৯.৫:৯ আসপেক্ট রেশিওর ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

তবে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য ১৬ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১