আপডেট : ০৪ May ২০১৯
ঘূর্ণিঝড় ফণির ফনায় নিঃস্ব হয়েছেন সোনাগাজীর রুচিয়া খাতুন। মাথা গোঁজার আশ্রয় হারিয়ে এখন তিনি অঝোরে কাঁদছেন। রুচিয়া খাতুন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উপকুলীয় ৮ নং ওয়ার্ডের মৃত শেখ ফরিদের স্ত্রী। তার বয়স ৬০ বছর। শনিবার সকালে ঘূর্ণিঝড় ফণির আঘাতে নিঃস্ব হয়েছে তার সংসার। রুচিয়া খাতুন জানান, সকালে ১০টার দিকে হঠাৎ শো শো শব্দে প্রচণ্ড ঝড় এসে তার বসত বাড়িটি লণ্ডভণ্ড করে দেয়। ঘরের নিচে চাপা পড়ে তার ঘরের সব আসবাবপত্র নষ্ট হয়ে যায়। তিনি জানান, নিজের কোনো জমিজমা না থাকায় সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে ৫ বছর আগে ঋণ নিয়ে সেখানে একটি বসত ঘর নির্মাণ করেছি। কিন্তু আজ তার সেই সাজানো সংসার শেষ হয়ে গেল। গত চার বছর আগে তার এই বসত ঘরে সাপের কামড় নিহত হয়েছিলেন তার স্বামী শেখ ফরিদ দুলাল। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ছিল তার সুখের সংসার। দুই মেয়ে বিয়ে দিয়েছে তারা থাকে স্বামীর বাড়িতে।একমাত্র ছেলে নদীতে মাছ শিকার করে চলে তাদের পরিবার। রুচিয়া খাতুন তাকে সহযোগিতা করার জন্য প্রশাসনসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজ জানিয়েছেন, ঘূণিঝড়ে যারা বসতঘর হারিয়েছে তাদের যথাযথ সহায়তা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১