বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

৩৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ


চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএস’র চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে এক সভা শেষে এ ফল প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন।

তিনি জানান, 'বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। বিকালের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। সেখান থেকে চাকরি প্রত্যাশীরা ফল জানতে পারবেন'।

প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে চাকরিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন হাসপাতালে এই বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগ দেওয়া হচ্ছে। গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১