বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

সংসদে যোগ দিয়েই খালেদার মুক্তির দাবি জানালেন বিএনপির এমপি হারুন

জাতীয় সংসদ ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদে যোগ দিয়েই সোমবার দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের মাধ্যমে কারামুক্তির দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন-উর-রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)।

এদিন তিনিসহ বিএনপির আরও তিনজন এমপি শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই হারুন এ দাবি জানান।

জাতীয় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কারাগার থেকে আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) মুক্তি দিতে আমরা আপনাকে (শেখ হাসিনা) অনুরোধ করছি। আমরা সংসদে যোগ দেওয়া বিএনপির পাঁচজন সংসদ সদস্য অন্তত দেশের জনগণের কাছে বলতে পারবো যে, আমরা সংসদে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে মুক্তি দিয়েছেন।’

আদালতে খালেদা জিয়ার জামিনের বিরোধীতা না করতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

হুইল চেয়ার ছাড়া খালেদা জিয়া চলতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, ‘জামিনের অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১