আপডেট : ২৫ April ২০১৯
ছোটপর্দার নন্দিত অভিনেত্রী হোমায়রা হিমু ও অভিনেত্রী সুবর্ণা মজুমদার ছোটবেলা থেকেই একে অন্যের খুব ভালো বন্ধু। তবে মিডিয়ায় পথচলায় হোমায়রা হিমু তার প্রিয় বান্ধবী সুবর্ণা মজুমদারের চেয়ে বেশ এগিয়েই রয়েছেন। জনপ্রিয়তার বিবেচনায় হোমায়রা হিমু সুবর্ণার চেয়ে অধিক জনপ্রিয়, আবার অভিনয়েই বেশি সিদ্ধহস্ত হিমু সুবর্ণার চেয়ে। তবে এ নিয়ে দুজনের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ নেই। খুব ছোটবেলা থেকেই যাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ খুব কমই কাজ করে। তাই হিমু ও সুবর্ণার মধ্যে বন্ধুত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিমুর বিপদে-আপদে, সুখে-দুঃখে সুবর্ণা সবসময়ই পাশে থাকার চেষ্টা করেন। তেমনি সুবর্ণাও। দুজনেরই গ্রামের বাড়ি নোয়াখালী। দুজন ভালো বন্ধু একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করছেন। বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ফরিদুল হাসান পরিচালিত ‘কমেডি ৪২০’ নাটকে তারা দুজন একসঙ্গে কাজ করছেন। হিমু অভিনয় করছেন সেতারা চরিত্রে, অন্যদিকে সুবর্ণা অভিনয় করছেন জরি চরিত্রে। দুজনের চরিত্রই বেশ চ্যালেঞ্জিং। তাদের দুজনের বিপরীতেই অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। বৈশাখী টিভিতে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হয় নাটকটি। নির্মাতা জানান, এরই মধ্যে নাটকটির ৩৬৫তম পর্ব প্রচার শেষ হয়েছে। গেল মঙ্গলবার পর্যন্ত ফরিদুল এই ধারাবাহিকের শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন। মে মাসের মাঝামাঝি সময়ে আবারো এই ধারাবাহিকের শুটিং হবে বলে জানান তিনি। নাটকটিতে হিমু ও সুবর্ণার অভিনয় প্রসঙ্গে নির্মাতা ফরিদুল হাসান বলেন, ‘হিমু এবং সুবর্ণা দুজনেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করছে। আমার নাটকে তাদের চরিত্রানুযায়ী দুজনেই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করছেন। দর্শকও তাদের অভিনয় বেশ উপভোগ করছেন। দুই বান্ধবীর চলার পথে শুভ কামনা রইল।’ এদিকে ফরিদুল হাসানের অন্য ধারাবাহিক ‘লাকি থার্টিন’-এও অভিনয় করছেন হোমায়রা হিমু। তবে এই ধারাবাহিকে তার সঙ্গে তার বান্ধবী সুবর্ণা কাজ করছেন না। ‘লাকি থার্টিন’ নিয়মিত প্রতি রবি, সোম ও মঙ্গলবার আরটিভিতে রাত ১০টায় প্রচার হচ্ছে। এদিকে প্রথমবারের মতো একটি সিনেমায় অভিনয় করছেন সুবর্ণা মজুমদার। শোভা পরিচালিত ‘সেইভ লাইফ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সুবর্ণা বলেন, ‘আমার অভিনয়ের আদর্শ শ্রদ্ধেয় সুবর্ণা মুস্তাফা ম্যাডাম। টিভি নাটকে তার অভিনয় দেখেই নিজেকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা শুরু।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১