বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০১৯

রাসেলের ঝড়ো ব্যাটিংয়ের রহস্য!

আন্দ্রে রাসেল ছবি : সংগৃহীত


ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই কেউ বলছেন, মেড ফর ইচ আদার। কেউ আবার বলছেন, মাসলম্যান এখন কিসম্যান। কেউ আবার রহস্য ফাঁস করেছেন। লিখেছেন, আচ্ছা তা হলে এভাবেই শক্তি সঞ্চয় করেন আন্দ্রে রাসেল! স্ত্রী জেসিম লরার সঙ্গে রাসেলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তার পর থেকেই মাসলম্যান ফের চর্চায় চলে এসেছেন।

প্রায় প্রতি ম্যাচেই তার ঝড়ো ইনিংস দেখতে পাচ্ছে দর্শকরা। চলতি আইপিএলে কলকাতা সমর্থকদের কাছে তিনি এখন হয়ে উঠেছেন চোখের মণি। পরিস্থিতি যেমনই থাকুক, রাসেল ২২ গজে রয়েছেন মানে ম্যাচ বের করা সম্ভব। এমনই বিশ্বাস জুগিয়েছেন ক্যারিবিয়ান তারকা। প্রায় একার চেষ্টায় তিনি একের পর এক ম্যাচ বের করে চলেছেন। সেই রাসেলের মাঠের পারফরম্যান্স উত্তেজনায় ভরপুর। মাঠের বাইরেও স্ত্রী জেসিম লরার সঙ্গে রোম্যান্সে তিনি সমান স্বচ্ছন্দ। সেটাই যেন প্রমাণ করে গেল এই ভিডিও। যেখানে রাসেল তার স্ত্রীর সঙ্গে মেতেছেন রোমান্সে।

রাসেলের স্ত্রী জেসিম লরা পেশায় প্রথম সারির মডেল। তিনি ডিজাইনার হিসেবেও কাজ করেন। বরাবরই স্ত্রীকে নিজের প্রিয় বন্ধু বলে এসেছেন রাসেল।

কলকাতার হয়ে দারুণ ব্যাটিং করার পরও জীবনে লেডি লাক-এর উল্লেখ করেছিলেন তিনি। লরার সঙ্গে রাসেলের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব একটা সময় প্রেমে রূপান্তরিত হয়। তার পর ২০১৪ সালে বিয়ে করেন। এর পর থেকে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন রাসেল ও লরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১