বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০১৯

ওএস আপডেট পাচ্ছে হুয়াওয়ের অর্ধশত ফোন


কয়েক দিন আগেই চীনা জায়ান্ট হুয়াওয়ে ইএমইউআই ৯.১ হালনাগাদের ঘোষণা দিয়েছে। যেটা ব্র্যান্ডটির মেট ২০ সিরিজে নতুন ফিচার যুক্ত করেছে। খুব অল্প সময়ের ব্যবধানে এবার প্রতিষ্ঠানটি তাদের ৪৯টি মডেলে ইএমইউআই ৯.১ আপডেট আনার কথা জানাল।

ফোন রিলিজের উপর নির্ভর করে মডেলগুলোর ক্যাটাগরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে মেট ২০, মেট ২০ প্রো, মেট ২০ এক্স এবং মেট ২০ পোর্শে ডিজাইন। ইতোমধ্যে অবশ্য মেট ২০ সিরিজে এই আপডেট চলে এসেছে। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে রয়েছে মেট ১০ সিরিজ, মেট ৯ সিরিজ, পি ২০ সিরিজ এবং পি১০ সিরিজ।

অন্যান্য মডেলের মধ্যে নোভা ৪, নোভা ৩, নোভা ৩আই, অনার ৮এ, অনার ৮এক্স, নোভা ২এস, অনার ৭, অনার ১০, অনার ভি১০ এবং অন্যগুলো।

এসব ছাড়া প্রতিষ্ঠানটি তাদের সামনের দিনে ইএমইউআই ৯.১ আপডেট দেওয়ার জন্য যে ফোনের তালিকা করা হয়েছে সেগুলোও ঘোষণা করেছে। এসবের মধ্যে রয়েছে- নোভা ৪ই, নোভা ৩ই, এনজয় ৯ প্লাস, এনজয় ৮ প্লাস, এনজয় ম্যাক্স, এনজয় ৯এস, এনজয় ৭এস, এনজয় ৯ই, অনার ৯ লাইট, অনার ৮এক্স ম্যাক্স, অনার ২০আই, অনার ৯আই, অনার প্লে।

ওই তালিকায় ব্র্যান্ডটির ট্যাবলেট মডেলও অন্তর্ভুক্ত করা হয়েছে। মিডিয়াপ্যাড এম৫ লাইট, মিডিয়াপ্যাড এম৫, অনার ট্যাব৫ এবং এরকম আরো কিছু ট্যাবলেট।

গত বৃহস্পতিবার থেকে মেট ২০ সিরিজটি ইএমইউআই ৯.১ আপডেট পেয়েছে। অন্যগুলো খুব তাড়াতাড়িই পাবে বলে বলা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১