বাংলাদেশের খবর

আপডেট : ২০ April ২০১৯

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপন মহড়া


ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে দোহার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশনের তত্বাবধানে ও নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এ অগ্নিকান্ড নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নি নির্বাপন মহড়ায় অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন ধরনের কৌশল দেখানো হয়। এসময় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মচারীরা অগ্নি নির্বাপন প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শহিদুল ইসলাম বলেন, ‘আগুন নেভানোর কৌশল দেখে ও অংশ নিয়ে খুব উপকার হয়েছে। কীভাবে আগুন নেভাতে হয়, তা আমরা শিখেছি।

এসময় তিনি আরো বলেন, আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসের উপর নির্ভরশীল হওয়া ঠিক না। নিজেদেরও প্রশিক্ষন থাকা উচিত।

দোহার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও রেসকিউ রেসপন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, জনগণকে সচেতন করতে প্রতি শনিবার বিভিন্ন জায়গায় মহড়া ও প্রশিক্ষণ দিয়ে থাকি। এতে ছোট খাটো দুর্ঘটনা প্রতিরোধ করা সহজেই সম্ভব হবে। আমাদের এ কার্যক্রম চলমান আছে এবং থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১